নখ ভেঙে গেলে কি করবেন?
আমাদের নখ প্রায়ই ভেঙে যায়, টুকরা বের হয়ে আসে বা খুলে আসে। কারও কারও নখ বেশ নরম আর ভঙ্গুরও হয়। চিকিৎসা বিজ্ঞানে এ সমস্যাকে বলা হয় অনাইকোস্কিজিয়াি। যেসব কারণে নখ ভাঙে: বয়োবৃদ্ধি এ সমস্যার একটি অন্যতম কারণ। তবে আরও নানা কারণে নখ বারবার ভেঙে যেতে পারে। যেমন:— ১. বারবার পানি লাগানো বা খুব বেশি ডিটারজেন্ট, নেইলপলিশ রিমুভার বা এ-জাতীয় দ্রব্য ব্যবহার কারণে নখ ভাঙে। ২. যাঁরা বাসনকোসন বা কাপড়চোপড় সারা দিন পরিষ্কার করে থাকেন, তাদের এই সমস্যা বেশী হয়। ৩. সাঁতারুদেরও এই সমস্যা হতে পারে...
Posted Under : Health Tips
Viewed#: 137
See details.

